কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ইউপি নির্বাচনে এবার ১১ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৫ ও মেম্বর পদে ৭৩০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া আইনী জটিলতা সংক্রান্ত কারণে তারানগর ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। মনোয়নপত্র দাখিল করা ৫৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের ১১ জন, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের ৯জন, জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩ জন, জাকের পার্টির ৭জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৫জন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. আ. আজিজ এ তথ্যটি নিশ্চিত বরেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, দেশব্যাপী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে আগামি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে কেরানীগঞ্জের ১১ ইউনিয়নের ভোট। ২ নভেম্বর মঙ্গলবার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজকের দিনের প্রাপ্ত তথ্যানুযায়ী এ নির্বাচনে ৫৫ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৪১ জন ও সাধারণ ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে ৫৮৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া আইনী জটিলতা সংক্রান্ত কারণে তারানগর ইউনিয়নের নির্বাচন নির্ধারিত এ তারিখে অনুষ্ঠিত হচ্ছে না।
এ ১১ ইউনিয়নে আ’লীগ সমর্থিত প্রার্থীরা হচ্ছেন- কোন্ডায়- মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক, শুভাঢ্যায়- হাজী মো. ইকবাল হোসেন, আগানগর ইউনিয়নে- হাজী মো. জাহাঙ্গীর শাহ খুশি, তেহরিয়ায়- হাজী মো. লাট মিয়া, বাস্তায়- হাজীআশকরআলী, জিনজিরায়- হাজী সাকুর হোসেন সাকু, কালিন্দীতে- হাজী মো. ফজলুল হক, শাক্তায়- মো.হাবিবুর রহমান, রোহিতপুরে- বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, কলাতিয়ায় তাহের আলী ও হযরতপুরে আনোয়ার হোসেন আয়নাল ।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জিনজিরা, আগানগর এবং বাস্তা ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. আ. আজিজ জানান, চেয়ারম্যান পদে কোন্ডায়- ২জন, শুভাঢ্যায়- ৪জন, আগানগরে-২জন, তেঘরিয়ায়- ৪জন, বাস্তায় ১০জন, জিনজিরায়-৪জন, কালিন্দীতে-৫জন, শাক্তায়-৮জন, রোহিতপুরে ৫জন, কলাতিয়ায়- ৬জন ও হযরতপুরে- ৫ জন, প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ১১ ইউনিয়নেরন ৩টি সংরক্ষিত মহিলা আসনের সদস্যপদে কোন্ডায়-১৬জন, শুভাঢ্যায়-২২জন, আগানগরে-০৭জন, তেঘরিয়ায়-১৮জন, বাস্তায়১৩জন, জিনজিরায়-০৬জন, কালিন্দীতে-০৮জন, শাক্তায়-১৩জন, রোহিতপুরে১৫জন, কলাতিয়ায়-১১জন ও হযরতপুরে- ১৬ জন, প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে এসকল ইউনিয়নের ৯টিওয়ার্ডে সাধারন সদস্যপদে কোন্ডায়-৬৩জন, শুভাঢ্যায়-৭৩জন, আগানগরে-২৬জন, তেঘরিয়ায়-৩৫জন, বাস্তায়-৪৮জন, জিনজিরায়-৪৭জন, কালিন্দীতে-৫২জন, শাক্তায়-৬৯জন, রোহিতপুরে-৬০জন, কলাতিয়ায়-৪৮জন ওহযরতপুরে-৬৮জন, প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ।