মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে উপজেলা আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশ উপলক্ষে বুধবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট আফজাল হোসেন, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. সেলিম রেজা, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালাম মিয়া প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা আনসার কর্মকর্তা মো. সহিদুল হক।
অনুষ্ঠান শেষে আানসার ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।