কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হচ্ছে মো. সজিব (৩২) ও মো. রাসেল (২৮)।
র্যাব-১০ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টায় ঝিলমিল আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের নিকট থেকে ডাকাতি হওয়া ৪টি অটোরিক্সা, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিএনজি, অটোরিক্সা, ১টি মোটরসাইকেল, ২টি দেশীয় অস্ত্র, ২টি সুইচ গিয়ার চাকু ও ৩টি মোবাইলসেট উদ্ধার করা হয়।
ডাকাতরা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে তারা বেশ কিছুদিন যাবত ঢাকা-মাওয়া মহাসড়কের নিরিবিলি স্থানে অটোরিক্সা, সিএনজি ও মোটরসাইকেলের গতিরোধ করে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের টাকা-পয়সা ও দামী মালামাল লুট এবং অটোরিক্সা, সিএনজি ও মোটরসাইকেল ছিনিয়ে নিত। আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।