কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার এবং এখনো একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ একজনের লাশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বুড়িশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আব্দুস সোবহান জানান, আজ সকাল সাড়ে ৯টার সময় রাজধানীর কামরাঙ্গীর চরের ফ্যান ফ্যাক্টরীঘাট থেকে ১১জন যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা কেরানীগঞ্জের খাগাইলঘাটে আসার সময় এমভি প্যারাডাইস নামে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাটি নদীতে ডুবে যায়। এতে দুই শিশুসহ চারজন নিখোঁজ হয়। বাকীরা সাতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হয়। দুপুর দেড়টায় সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরীদল সানজিদা নামে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করে।
পরে বিকেলে নিহত শিশু সানজিদার মা রেখা বেগমের (২৯) এবং শফিকুল (৭) নামে অপর এক শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে নিহত শফিকুলের মা শীতল বেগম এখনো নিখোঁজ রয়েছে। তার লাশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।