নিজস্ব প্রতিবেদক : ১৯৯৫ সালের ১৫ মার্চ দেশের বিভিন্ন স্থানে সার. কিটনাশক নিয়ে আন্দোলনরত কৃষকদের হত্যার প্রতিবাদ ও কৃষক হত্যা দিবস উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শোক র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা কৃষক লীগ।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে ১৪টি ইউনিয়নের কৃষক লীগ নেতৃবৃন্দ ও কৃষকগণ ব্যানার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সামনে থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি নবাবগঞ্জ থানা প্রদক্ষিণ করে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শহিদ মিনার প্রাঙ্গনে পথসভা করেন।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাদের হোসেন বুলুর সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগ সভাপতি জাহিদ হায়দার উজ্জল, কৃষকলীগ নেতা খন্দকার আবুল আরিফ হিটু, মেহেদী হাসান স্বপন, শেখ ফরিদ, হাসানুজ্জামান জুয়েল, শিরিন আক্তার, সাহিদা কবির, আলেয়া খন্দকার, আফসানা রহমান, হোসনে আরা, মো. ফরিদ হোসেন মহিউদ্দিন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপির জামাত জোটের আমলে দেশে সার, কিটনাশক কালো বাজারে বিক্রি করেছিল। ১৯৯৫ সালের ১৫ মার্চ আন্দোলনরত কৃষকদের” হত্যা করে তারা দেশের কৃষিখাতকে বিনিষ্ট করেছে। লুটপাটের মাধ্যমের দেশের টাকা বিদেশে পাচার করে নিজেরা অর্থবিত্তের মালিক হয়েছেন। এসব দেশ বিরোধী, কৃষি ও স্বাধীনতা বিরোধীদের বাংলার কৃষক সমাজ ভোটের মাধ্যমে তাদের জবাব দিয়ে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করেছে।