নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় আসন্ন কুসুমহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ড আরিতা এলাকায় গেদন শাহ ফকির বাড়িতে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ পুনরায় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী উঠানবৈঠক করেন।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও তরুণদের নিয়ে এ নির্বাচনী সভা শুরু হয়। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত সকলেই চেয়ারম্যান প্রার্থীকে করতালির মাধ্যমে স্বাগত জানান।
উল্লেখ্য, আমজাদ হোসেন আজাদ প্রথমবার যখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তখন এ গেদন ফকির বাড়িতেই তিনি প্রথম উঠানবৈঠক করেছিলেন। এবারও বিজয়ের আশা নিয়ে এই বাড়িতেই তার নির্বাচনী প্রচারনা শুরু করেন বলে জানান তার ভক্ত ও শুভাকাংখীরা।
এসময় সামসুদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও কুসুমহাটি ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ বলেন, আমি মানবতার রাখাল একজন সাধারণ মানুষ। আমি সমাজের বিভিন্ন মানবসেবায় কাজ করে যাচ্ছি। মাদক নির্মূল করার লক্ষ্য কাজ করেছি। রাস্তা-ঘাট উন্নয়ন করেছি, যা সকলের কাছে দৃশ্যমান। শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, এইসব হয়েছে কুসুমহাটি ইউনিয়ন বাসীর ভালবাসায় ও সমর্থন পেয়ে। আমি ইউনিয়নবাসীর জন্য উন্নয়ন করতে চাই সবসময়। যদি আপনারা আমাকে পুনরায় ভোটে নির্বাচিত করেন, আপনাদের সেবা করার সুযোগ পাই, তাহলে বাকি সমস্যাগুলো দূর করার আপ্রান চেষ্টা করবো বলে জানান তিনি। সর্বশেষ তিনি বলেন, পুনরায় নির্বাচিত হলে মা-বোনদের জন্য শতভাগ বিধভা ভাতা নিশ্চিত করবো ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা পরিমল গমেজ, ডাক্তার শহিদুজ্জামান বলু, ডাক্তার তারেক, আছলাম দেওয়ান, আহসান হাবিব বাদশা, ইমান হোসেন ইমান, জলিল মুন্সী, শাহালম ফকির (খোকা), লাভু খন্দকারসহ অনেকে।