মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধাক্রম অনুসারে এএসআই সশস্ত্র হতে এসআই সশস্ত্র পদে পদোন্নতি প্রাপ্ত ০২ জন পুলিশ সদস্যকে গত ২ নভেম্বর ২০২৩ তারিখ র্যাংক ব্যাজ পড়িয়ে দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
পদোন্নতি প্রাপ্ত সদস্যরা হলেন এসআই সশস্ত্র মোঃ আহাদুর রহমান ও এসআই সশস্ত্র মোঃ মনিরুল ইসলাম।
পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদ্বয়কে অভিনন্দন জানান এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে পূর্বের থেকে আরো বেগবান হয়ে সদাশয় সরকারের উন্নয়নের আলোকে সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী, পুলিশ লাইন্সের আরআই জনাব মোঃ জহুরুল ইসলাম ও রিজার্ভ অফিসের আরও-১ জনাব মোঃ ফরহাদ হোসেন।
টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।