নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জের কামারগাঁও আল-আমিন ইসলামিয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম হযরত মাওলানা শাইখ আ. ছাত্তার (রহ.) এর প্রথম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কামারগাঁও আল-আমিন ইসলামিয়া আলিম মাদরাসা ভবনে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্যদিয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মিরপুরে ফুরফুরা দরবার শরীফ এর গদীনশীল পীর ছাহেব আওলাদে রাসূল (স.) আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী।
উক্ত সভায় মুন্সিগঞ্জের পয়সার কারামাতিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ পীরে কামেল হযরত মাওলানা আহমাদুল্লাহ খাঁন ছাহেব এর সভাপতিত্বে স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণমূলক বক্তব্য পেশ করেন, কারামাতিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক হযরত মাওলানা আলী আহমাদ ছাহেব, কামারগাওঁ’র আলেমন নেছা জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক হযরত মাওলানা ইউসুফ রানা, নারায়নগঞ্জ নয়াগঞ্জ আলিম মাদরাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মো. নাসির উদ্দিন, ঢাকা মিরপুর বিশ^বিদ্যালয় কলেজের প্রফেসর ফজলুল করিম, অ্যাডভোকেট হারুনুর-রশিদ, মুন্সিগঞ্জের জশলদিয়ার পীর ছাহেব কেবলা হযরত মাওলানা মাহাবুবুর রহমান, কামারগাওঁ আল আমিন মাদরাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আবুল খায়ের আনোয়ারী, দোহার উপজেলার ইমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র মাওলানা হযরত মাওলানা হাফেজ আ. আউয়াল ছাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইসলামপুর কামিল মাদরাসার প্রাক্তন প্রিন্সিপাল হযরত মাওলানা এবিএম মুহিউদ্দিন, কামারগাওঁ আল আমিন ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মাদ জাফর ইকবালসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও অত্র মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
স্মরণ সভায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারি আহমাদ বিন ইউছুফ আল আজহারী, স্বাগত বক্তব্য পেশ করেন স্মরণ সভা বস্তবায়ন কমিটির আহ্বায়ক হযরত মাওলানা মজিবুর রহমান।
শেষে মরহুম হযরত মাওলানা শাইখ আ. ছাত্তার ছাহেবের রুহের মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রধান অতিথি।