বিনোদন ডেস্ক : টালিগঞ্জের পরিচালক রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘আ রিভার ইন হ্যাভেন’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
বিশাখা নামে মধ্যবয়সী এক নারীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে; তার স্বামীর চরিত্রে টালিগঞ্জের অভিনেতা ববি চক্রবর্তী অভিনয় করবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
গঙ্গা নদী নিয়ে ভারতের প্রচলিত ধারণাকে উপজীব্য করে নির্মিতব্য এ সিনেমার গল্পও লিখেছেন রিঙ্গো; এতে মানুষের ভালোবাসা, বন্ধুত্ব ও ধোঁকাকে ক্যামেরার সামনে তুলে আনছেন তিনি।
সিনেমার গল্পটা এরকম: বিয়ের পর বহু বছর কেটে গেলেও স্বপন ও বিশাখার সংসারে কোনো সন্তান আসে না। বিশাখাকে অনরবত দোষারোপ করেন তার স্বামী। অনেক সময় গায়ে হাতও তোলেন। ভালোবাসার কারণে একে অপরকে ছাড়তেও পারেন না।
মিথিলা ছাড়াও এতে অভিনয় করছেন শ্রমণা চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাসসহ আরও অনেকে।
রিঙ্গো জানান, সেপ্টেম্বর থেকেই ভারতের বাণারসী এলাকায় সিনেমার শ্যুটিং শুরু করবেন। চিত্রগ্রহণ ও ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বও সামলাবেন এ নির্মাতা।
মিথিলা এর আগে টালিগঞ্জের পরিচাল রাজর্ষি দে’র পরিচালনায় ‘মায়া’ সিনেমার দৃশ্যধারণ শেষ করেছেন; সিনেমাটির ডাবিং চলছে।
বাংলাদেশে অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ নামে একটি সিনেমার দৃশ্যধারণ শেষ করেছেন তিনি।
তিনি বর্তমানে কলকাতা আছেন। নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর কলকাতায় থিতু হয়েছেন মিথিলা।