সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : “অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে” এ শ্লোগানকে বুকে ধারন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক কৃর্তক ওষুধ কোম্পানির প্রতিনিধিগণকে লাঞ্চিত হেনস্থা করার প্রতিবাদে পরিচালকের বিচার এবং অপসারনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ গেটে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস্ অ্যাসোসিয়েশন (ফারিয়া) উপজেলা শাখার আয়োজনে “ফারিয়া”র সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা (ফারিয়া) সাধারণ সম্পাদক মো. তারেক মাহমুদ, হেলথ্ কেয়ার প্রতিনিধি হুমায়ুন কবির, দি-এ্যাকমির প্রতিনিধি মো. আলমগীর হোসেন, নাভানা ফার্মাসিউটিক্যাল প্রতিনিধি মো. অহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক প্রকাশ্য ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচিসহ সকল ঔষুধ সাপ্লাই বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন। কর্মসূচি শেষে (ফারিয়া) সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বরাবর একটি স্মরকলিপি প্রদান করেন।