নিজস্ব প্রতিবেদক : লোকাল গর্ভন্যান্স সার্পোট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এসময় তিনি বলেন, স্থানীয় পর্যায়ে জন অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এলজিএসপি-৩ এর সাফল্য আশাব্যঞ্জক। এর গৃহীত প্রকল্প সমূহের উন্নয়নে গ্রাম শহরের পার্থক্য কমছে। গ্রামের রাস্তা-ঘাট, অবকাঠামোগত উন্নয়ন হওয়ায় সেখানে উৎপাদিত কৃষিপণ্য সহজে শহরে পৌছে যাচ্ছে। ফলে শহরেও এর প্রভাব পড়ছে। এ ধারা অব্যাহত রাখতে সকলেও সহযোগীতা প্রয়োজন।
কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ঢাকার উপ-পরিচালক মো. আবু জাফর রিপন। কর্মশালায় এলজিএসপি-৩ ঢাকা জেলার অগ্রগতি ও অর্জন সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন এলজিএসপি-৩ এর জেলা ফ্যাসিলিটেটর মো. জাবেদ ইকবাল চৌধুরী।