নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় একে কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুব লীগের সাবেক আহ্বায়ক রাহীম কমিশনার, দোহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সদস্য তুহিন হোসাইন, বাংলাদেশ ছাত্র লীগের সহ-সভাপতি শরিফ হাসান, দোহার উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক উদয় হোসাইন, একে কিন্ডারগার্টেন হাই স্কুলের প্রধান শিক্ষক বানিউল হুদাসহ সকল শিক্ষক মন্ডলী।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুুষ্ঠানে আগত অতিথিরা।