নিজস্ব প্রতিবেদক : মহান বিজয়ের মাসে স্থানীয় সাংবাদিকদের শুভেচ্ছা উপহার দিলেন দোহার উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে ঢাকার দোহারে উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের কার্যালয়ে দোহার প্রেসক্লাব সংশ্লিষ্ট বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের হাতে এ শুভেচ্ছা উপহার তুলে দেন।
এসময় শুভেচ্ছা উপহার গ্রহণ করেন দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, অর্থ ও দপ্তর সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জোবায়ের আহমেদসহ দৈনিক পত্রিকায় কর্মরত স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ।