ইমরান খান রাজ : ঢাকার দোহার ও শ্রীনগর উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম’ এর আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অত্র দুই উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার (৯ অক্টোবর) সকালে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর বালাশুর বিক্রমপুর যাদুঘর সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে চান্স পাওয়া ৪৬জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে ভালো ফলাফল অর্জন, মাদক থেকে দূরে থাকা, সামাজিক কল্যাণে কাজ করার জন্য বিভিন্ন উপদেশ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।পরে ‘মানবীয় মানুষ’ এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, WHO এর Regional Adviser প্রফেসর ড. মোজাহিরুল হক, ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাকসুদুল আলম ডাবলু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কবিরুল বাশার, ব্যারিস্টার শিমুল কিবরিয়া, বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক মতিউর রহমান উজ্জ্বল, অগ্রনী ব্যাংকের প্রিন্সিপাল অফ হেড মুজিব রহমান, সরকারি পদ্মা কলেজের সিনিয়র প্রভাষক এমারত হোসেন ইমরান, প্রভাষক আলমগীর হোসেন, বালাশুর শিশু পরিবারের উপ-পরিচালক আনিসুর রহমান আনিস, নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহসিন হাওলাদার, এডভোকেট শরীফ হাসান, শ্রীনগর সমাজকল্যাণ সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হানিফ বেপারী।
প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম এর সাধারণ সম্পাদক নূর আলম আকনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন প্রমায়ণের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাৎ হোসেন আকাশ, সাবেক সভাপতি মাঝহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান, মো. আরিফুল্লাহ, মো. আল-আমিন, রিয়া মনি আক্তার, সাজ্জাতুল সবুজ, সৌরভ প্রমুখ।