নিজস্ব প্রতিনিধি : গাছ লাগান পরিবেশ বাঁচান এ স্লোগানকে সামনে রেখে শনিবার ৫ই জুন’ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত ❝বৃক্ষরোপণ কর্মসূচি❞ পালন করেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখা। ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা জেলা পশ্চিমের তত্বাবধানে ও মাহমুদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
শনিবার বিকালে মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেন ইউনিয়ন কমিটি।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা জেলা পশ্চিমের অর্থ সম্পাদক মো. রিপন, স্কুল ও কলেজ সম্পাদক আ. রহমান।
ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দোহার থানা শাখার সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, মাহমুদপুর ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক আল আমিন হোসেন লিমন, প্রশিক্ষণ সম্পাদক আমিনুল ইসলামসহ জেলা, থানা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।