নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ব্যক্তির লাশ দাফনে নিয়োজিত ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার দাফন কাফন টিমকে পিপিই, বুট ও মাস্ক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এসব সামগ্রী তুলে দেন।
এসময় ২০টি পিপিই, ৫জোড়া বুট, ও ১০ বক্স মাস্ক প্রদান করা হয়।
স্বাস্থ্য সামগ্রী গ্রহণকালে ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার দাফন কাফন টিমের প্রধান সুলাইমান বেপারী, সহকারী টিম সমন্বয়ক মাওলানা যুবায়ের আহমেদ সাকী প্রমুখ উপস্থিত ছিলেন।