নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করেছে ঢাকার দোহার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত রাইপাড়া।
শুক্রবার (২১ মে) বাদ জুম্মা সংগঠনটি উপজেলার পালামগঞ্জ বাজারে এই বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করে। এসময় সদস্যরা ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা স্থায়ীভাবে বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংগঠনের সদস্যরা বলেন, ফিলিস্তিনের নাগরিকরা যখন ইসরায়েলের বর্বর হামলার স্বীকার তখন সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের হৃদয়ও আঘাতে জর্জরিত। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফিলিস্তিনে ইসরায়েলের হামলা স্থায়ীভাবে বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশকে ব্যবস্থা নিতে হবে।
তারা আরও বলেন, আলোকিত রাইপাড়া সবসময় নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে ছিল, আছে থাকবে ইনশাআল্লাহ।
এসময় বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধনে সংগঠনের সদস্যরাসহ স্থানীয় লোকজন অংশ নেন।