নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের নীতিনির্ধারক, মনোনয়নবোর্ড ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি মহোদয় যাকে নৌকা প্রতীক দিবে আমার সংগঠন তারই নির্বাচন করবে। প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন কর্মী হিসেবে কাজ করার জন্য। মানুষের কাছে যাওয়ার জন্য। মানুষের দুঃখ কষ্ট শুনার জন্য। নেত্রীর নির্দেশনায় দল ও দেশের জন্য কাজ করছি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর গ্রামে বিশ্বজিৎ গুহ টুটুলের নির্বাচনী উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। পূর্ব ধোয়াইর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোল্লা হাবিবুর রহমানের বাড়ির সামনে এ নির্বাচনী উঠানবৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বজিৎ গুহ টুটুল নির্মল রঞ্জন গুহর ছোট ভাই। তিনি আসন্ন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী।
প্রধান অতিথি নির্মল রঞ্জন গুহ, ছোট ভাই বিশ্বজিৎ গুহ টুটুলের পক্ষে বলেন, আমার ভাই ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করবে। ওর জন্য দোয়া চাই। দল যদি তাকে নৌকা প্রতীকে নির্বাচিত করে তাহলে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন।
উঠানবৈঠকে সভাপতিত্ব করেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বিল্লাল হোসেন। সাবেক ছাত্রনেতা সেকান্দার আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক হাসান মতিউর রহমান, উপ-প্রবাসীকল্যাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন নান্নু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদ খান, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জনি, নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মনির হোসেন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।