সংযুক্ত আরব আমিরাতে ঢাকা জেলা বি এন পি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাবেক তিনবার প্রধানমন্ত্রী মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুসা।
ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো নাজিম এর উপস্থাপনায় গতকাল শনিবার রাতে আজমান সানাইয়া দুবাই রেস্টুরেন্টের হল রোমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি এইচ এম ফারুক।
প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল ছালাম খান।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির উপদেষ্টা শেখ মো সেলিম ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো ফরিদ হোসেন।
সূচনা বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মিঠু।
এসময় আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নীল রতন দাস, মো বশির আহমেদ, মো মোতালেব, মো তসলিম উদ্দিন চৌধুরী, মো বাবুল হোসেনসহ আরো অনেকে।
মিলাদ মাহফিল শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি এইচ এম ফারুক বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তাকে মিথ্যা মামলা দিয়ে বর্তমান স্বৈরাচার সরকার বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই স্বৈরাচার সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এদেশের আপামর সাধারণ মানুষের নেত্রী ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে যত দ্রুত সম্ভব বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর পাঠানোর ব্যবস্থা করেন। নয়তো ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না।
তিনি আরও বলেন, বেনজির ও আজিজদের উপর ভর করে আপনি এদেশের ক্ষমতায় এসেছেন গণতন্ত্রকে কবর দিয়ে। আজকের পত্রিকা খুললেই দেখা যায় দুর্নীতিতে তারা কতটা চ্যাম্পিয়ন হয়েছে। আর আপনাকে ক্ষমতায় রাখার বিনিময়ে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা রিপন মজুমদার, মোহাম্মদ লোকমান, সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও দুবাই শ্রমিক দলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম ,যুবদল ,স্বেচ্ছাসেবক দল ,শ্রমিক দল,সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন ঢাকা জেলা বিএনপির উপদেষ্টা শেখ মো সেলিম।