স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে শেষ হয়ে গেছে টোকিও অলিম্পিকের প্রথম সপ্তাহের খেলা। স্বাগতিক জাপানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সপ্তাহ শেষে স্বর্ণের দৌড়ে ওপরে উঠে গেছে চীন। তাদের নামের পাশে রয়েছে ১৯টি স্বর্ণপদক। স্বাগতিক জাপান জিতেছে ১৭টি।
আজ (শনিবার) গেমসের অষ্টম দিন ১৪টি ডিসিপ্লিনের রয়েছে স্বর্ণপদকের লড়াই। এছাড়া সবমিলিয়ে মোট ২৭টি ডিসিপ্লিনে খেলতে নামবেন ক্রীড়াবিদরা।
অলিম্পিকের আজকের স্বর্ণপদকের ইভেন্টের সূচি দেখে নিন-
আরচারি
পুরুষ এককের ফাইনাল – দুপুর ১.৪৫ মিনিট
অ্যাথলেটিকস
পুরুষদের ডিসকাস থ্রো ফাইনাল – বিকেল ৫.১৫ মিনিট
৪*৪০০ মিটার রিলে – সন্ধ্যা ৬.৩৫ মিনিট
নারীদের ১০০ মিটার – সন্ধ্যা ৬.৫০ মিনিট
ব্যাডমিন্টন
পুরুষদের দ্বৈত ফাইনাল – বিকেল ৫.৩০ মিনিট
বক্সিং
নারীদের ৫৪-৫৭ কেজি ফাইনাল – সকাল ১০.৩৯ মিনিট ও বিকেল ৪.২৪ মিনিট
ফেন্সিং
নারীদের সাব্রি ফাইনাল – বিকেল ৪.৩০ মিনিট
জুডো
মিক্সড টিম ফাইনাল – বিকেল ৪.৫০ মিনিট
রাগবি
নারীদের ফাইনাল – দুপুর ৩.০০টা
সেইলিং
উইন্ডসারফার ফাইনাল – বেলা ১১.৩৩ মিনিট
শ্যুটিং
ট্র্যাপ মিক্সড টিম ফাইনাল – বেলা ১১.০৫ মিনিট
৫০ মিটার রাইফেল – দুপুর ১১.০০টা
সুইমিং
চার ইভেন্টের ফাইনাল – সকাল ৭.৩০ থেকে ৯.২০ মিনিট
টেনিস
নারী এককের ফাইনাল – বেলা ১২.০০টা
ট্র্যাম্পোলিন জিমন্যাস্টিকস
পুরুষদের ফাইনাল – বেলা ১১.৫০ মিনিট
ট্রায়াথলন
মিক্সড রিলে – ভোর ৪.৩০ মিনিট
ভারোত্তলন
পুরুষদের ৮১ কেজি ফাইনাল – দুপুর ১২.৫০ মিনিট
পুরুষদের ৯৬ কেজি ফাইনাল – বিকেল ৪.৫০ মিনিট