নিজস্ব প্রতিবেদক: ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও, আগামীদিনে তোমরাই দেশের নেতৃত্ব দেবে। এখন তোমরা যারা ছাত্র আস আগামীদিনে তোমাদের মধ্যে থেকেই কেউ হবে- ভাল ডাক্তার, ভাল ইঞ্জিয়ার, ভাল বিজ্ঞানী, ভাল শিক্ষক, ভাল রাজনীতিবিদ। এরপর বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে দেশের দায়িত্ব বুঝে নিবে। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে। তাই এখন থেকেই মন দিয়ে লেখাপড়া করতে হবে। হতে হবে মানুষের মতো মানুষ। গতকাল শনিবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ঢাজা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শোল্লা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া কিসমত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ বারী মোল্লা, কলাকোপা ইউপি চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম খলীল, জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তার, বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ মোল্লা, সাধারণ সম্পাদক সোহেল রহমান সিকদার। আরও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হুমায়ুন কবির এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষক, শিক্ষার্থীরা।