সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ক্রীড়ার মানোন্নয়নে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট পীচ নির্মাণ কাজের শুভ উদ্বোধণ, ক্রীয়া সামগ্রী (ফুটবল) বিতরণ, অনগ্রসর জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ ও বিদেশ গমনোচ্ছুক অদক্ষ নারী কর্মীদের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ এর সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান হয়েছে।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার প্রশাসনের আয়োজনে পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকার) অর্থায়নে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আজরা জাবীন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান।
অন্যান্যদের মধ্যে ছিলেন- সহকারী কমিশনা (ভূমি) শাম্মা লাবীবা অর্নব, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (আইসিটি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, অনুর্ধ্ব-১৯ এর ক্রিকেটার আইচ মোল্যা প্রমুখ।