সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে শুত্রুতার জেড় ধরে প্রায় ৮০ শতাংশ জমির ফসল কেটে ফেলার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম চকের মো. রমজান আলীর ফসলি খেতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রমজান আলী বাদি হয়ে সিংগাইর থানায় ১টি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন-উপজেলার দক্ষিণ চারিগ্রামের মৃত. করম আলীর ছেলে আরশেদ আলী (৫০), সাইদ (৩৮), মেয়ে নেহার আক্তার (৩৫), আরশেদ আলীর স্ত্রী ছালি বেগম (৪৫) ও অজ্ঞাত ১০/১২ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চারিগ্রাম এলাকার মৃত. মুনসুর আলীর ছেলে মো. রমজান আলী একই এলাকার মোকলেছ উদ্দিন ভূইয়া গংদের আরএস ৩৩৫৩ নং দাগে ৭৮ শতাংশ জমি ক্রয় করে প্রায় ১৬ বছর যাবৎ ভোগ দখল করে আসছিল। প্রতিপক্ষ আরশেদ আলী গংরা ঐ জমি জোড়পূর্বক দখল করে নেয়ার পায়তারা করছিল বিধায় জমির মালিক প্রতিপক্ষদের নামে আদালতে পৃথক ২টি মামলা দায়ের করেন। যা চলমান।
এরই মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আরশেদ আলী গং দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ফসলি জমিতে ডুকে জোড় পূর্বক খেসারি কলাই কাটিয়ে বিনষ্ট করে। খবর পেয়ে জমির মালিক রমজান আলী ও স্থানীয় আব্দুল মালেক মেম্বারসহ স্থানীয় কয়েকজন মুরুব্বী ঘটনাস্থলে গেলে কথা বলার সময় কথা কাটাকাটির একপর্যায় ক্ষিপ্ত হয়ে আরশেদ আলী গংরা রমজান আলী ও স্থানীয় প্রতিনিধি আব্দুল মালেক মেম্বারকে আঘাত করলে তারা আহত হন। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। এ ব্যাপারে আরশেদ আলী গংদের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এস.আই মো.তরিকুল ইসলাম বলেন-অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।