সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে মাসুদ শেখ(২৭) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলম মার্ডার ব্রীজের পূর্ব পাশে ঘাস খেত থেকে তার লাশ উদ্ধার করেন। নিহত-মাসুদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার ইয়ারআলী মোড়(ছোট জল) এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি সাভার থানার বিনোদ বাইদ ৩ নং ওয়ার্ড বি/২১ বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
থানা সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বিকালে ইজি বাইক নিয়ে বের হন। রাত অধ্যবধি হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুজতে থাকে। খোঁজাখুঁজি করে না পেয়ে ৩ সেপ্টেম্বর পরিবারের লোকজন সাভার থানায় ১টি সাধারন ডায়েরি করেন। এরই মধ্যে মঙ্গলবার সকাল ৮ টার দিকে সিংগাইর থানাধীন দাশেরহাটি আলম মার্ডার ব্রীজের পূর্ব পাশে স্থানীয় লোকজন ঘাস খেতে লাশ দেখতে পেয়ে থানা পুলিশ খবর দেয়। বিষয়টি মুহূর্তে জানাজানি হলে নিহতের বড় ভাই মনজু ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার ছোট ভাইর লাশটি সনাক্ত করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন-খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।