নিজস্ব প্রতিবেদক : ভারতে বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দাল বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কুটূক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শুক্রবার সকালে ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার জয়পাড়া ওয়ান ব্যাংক হতে শুরু হয়ে রতন চত্বর, থানার মোড়, করম আলীর মোড় হয়ে পুনরায় ওয়ান ব্যাংক মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, যারাই নবীজীকে নিয়ে কুরুচিপূর্ণ, অপমানজনক কথাবার্তা বলবে তাদের বিরুদ্ধে মুসলমানেরা সবসময় প্রতিবাদ করবে। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা নবীজীর সম্মান রক্ষা করবো। উপস্থিত সকলে নুপুর শর্মা ও নবীন জিন্দালের কঠিন বিচারের দাবীর পাশাপাশি বাংলাদেশে সরকারকে জাতীয় সংসদে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি আলহাজ হাফেজ মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. সুলাইমান বেপারী, সাংগঠনিক সম্পাদক, মাওলানা যুবায়ের আহমাদ সাকী, পৌরসভা সভাপতি, আলহাজ মো. আজম খান, সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইসলামি যুব আন্দোলনের থানা সভাপতি হাফেজ মতিউর রহমান, সাধারণ সম্পাদক আমির হোসেন হাওলাদার, ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা সভাপতি মোশাররফ হোসেন শামীম, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আজিজ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা সহ-সভাপতি মো. হাফিজুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রহমান মোল্লা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা সভাপতি মাওলানা আব্দুল গফফার আল ফরিদী, সেক্রেটারি হাফেজ মাওলানা ওমর ফারুকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা।