অনলাইন ডেস্ক: ফিফটি উদ্যাপনের পর বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না তামিম ইকবাল। ধনাঞ্জয়া ডি সিলভার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক-ওপেনার।
বল বাঁ-দিকে ঠেলে রান নিতে চেয়েছিলেন তামিম। কিন্তু ধনাঞ্জয়ার ইয়র্কার এসে লাগে তার পেডে। লঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আউটের আঙুল তোলেন আম্পায়ার। পরে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তামিম। তার বিদায়ের পরের বলেই মোহাম্মদ মিঠুনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ডাক উপহার দেন ধনাঞ্জয়া।
সাজঘরে ফেরার আগে ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম ফিফটির দেখা পেয়েছেন তামিম। সঙ্গে ইনিংসের প্রথম ওভারেই চার হাঁকিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রানের মাইলফলকে পা রাখেন এই ড্যাশিং ওপেনার। ১৩,৯৯৮ রান নিয়ে শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম (৩৩) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৪)।
ইনিংসের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলা আগে বিদায় নেন ওপেনার লিটন দাস। দুষ্মন্ত চামিরার করা ইনিংসের দ্বিতীয় ওভারে স্লিপে দাঁড়ানো ধনাঞ্জয়ার হাতে বন্দী হন তিনি।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরাটা ব্যাটিংয়ে স্মরণীয় করে রাখতে পারেননি সাকিব আল হাসানও। ইনিংসের ১২.১ ওভারে নিশানকার করা বল মাথার ওপর দিয়ে মারতে গিয়ে লং-অনে দাঁড়ানো গুনাতিলাকার হাতে বন্দী হন তিনি। ৩৪ বলে ২ চারে মাত্র ১৫ রান করেন টাইগার অলরাউন্ডার।