মো. সুজন হোসেন: ঢাকা দোহার উপজেলা গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহি গরু রশি ছেঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । বৃহ্সপতিবার বিকেলে মাহামুদপুর ইউনিয়নের চরকুশাই গ্রামের ইউনুস খার মাঠে প্রতিযোগিতায় অংশ নেয় আশে-পাশে থেকে আসা প্রায় ১২টি গরু । প্রতি বছরের ন্যায় গরু রশি ছেঁড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠের চার পাশে বসে গ্রাম্য মেলা । করোনার পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মত। হাজার বছরের এমন ঐতিহ্য দেখতে করোনা পরিস্থিতি উপেক্ষা করে মাঠের আশে পাশে ভীড় জমায় হাজারো নারী পুরুষ।
আয়োজকরা জানান, গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখতে এবার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। করোনা মহামারীর কারণে স্বল্প পরিসরে এবার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান তারা । এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহামুদপুর ইউনিয়নের যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন রশিদ (রওশুন) সমাজ সেবক শেখ রশিদ ,আয়নাল পাঠাদার । আরও উপস্থিত ছিলেন মাহামুদপুর পুলিশ ফাঁড়ির ইনাচার্জ সুজন বিশ্বাস, অমিত হাসান ,দোহার থানা উপ-পরিদর্শক মুহাম্মদ রবিউলসহ আরও অনেকে।