নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বাধীনতা দিবস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় বান্দুরা ইউনিয়ন পরিষদ একাদশকে ১২ রানে পরাজিত করেছে কলাকোপা ইউনিয়ন পরিষদ একাদশ । ২৯ মার্চ বেলা বারোটায় কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের মাঠে একেজিএম ফ্রেন্ডস ক্লাব আয়োজিত স্বাধীনতা দিবস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নাসির উদ্দিন আহমেদ ঝিলু । খেলা উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন ।
ক্লাবের সভাপতি শায়খুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ডক্টর শাফিল উদ্দিন মিয়া, বান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, দৈনিক মানবজমিন ও মোহনা টেলিভিশনের দোহার নবাবগঞ্জ প্রতিনিধি এবং ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন, নয়নশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পলাশ চৌধুরী, আগলা ইউনিয়নের চেয়ারম্যান শিরিন আক্তার । এই সময় আরও উপস্থিত ছিলেন কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, একেজিএম ফ্রেন্ডস ক্লাবের আহ্বায়ক খন্দকার মাহবুবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম , উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম প্রমুখ।
খেলায় উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের দল খেলায় অংশগ্রহণ করেন।