দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জে স্কুল ও কলেজের তিন হাজার শিক্ষার্থীর মাঝে করোনা সুরক্ষায় মাস্ক বিতরণ করেছেন স্থানীয় সমাজকর্মী এমএ বারী বাবুল মোল্লা। শনিবার বেলা ১১টায় উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়, দাউদপুর উচ্চ বিদ্যালয় ও শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থীকে এন ৯৫ মাস্ক দেয়া হয়।
এমএ বারী বাবুল মোল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক ও বারুয়াখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের আহ্বায়ক ইঞ্জি. আরিফুর রহমান সিকদার।
উপস্থিত ছিলেন বিজিপি’র সাবেক সহকারী পরিচালক সোহরাব উদ্দিন মোল্লা, বারুয়াখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাবেক সভাপতি মাসুদ রেজা খান, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা, বারুয়াখালী ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুদ্দুস ভূঁইয়া, বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ মোল্লা, ইউনিয়ন যুবলীগের সভাপতি তৌহিদ ভূঁইয়া প্রমুখ।