নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আবু আশফাকের পক্ষ থেকে গির্জায় উপহার পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার জয়কৃষ্ণপুর উপাসনালয়ে খন্দকার আবু আশফাকের পক্ষে গির্জার কর্র্তৃপক্ষের নিকট উপহারস্বরুপ কেক ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক মজনু মিয়া, ঢাকা জেলা যুব দলের সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, জয়কৃষ্ণপুর ইউনিয়নের বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রফিক, ইউনিয়ন স্বেচ্ছাসেক দলের সভাপতি মো. হিরুন বেপারী, প্রচার সম্পাদক মো. কামাল হোসেন, সদস্য শীতল গমেজসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।