নিজস্ব প্রতিবেদক : সঞ্জয় কুমার সরকার ৷ ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের তুইতাল গ্রামের বাসিন্দা। শিক্ষিত সঞ্জয় কুমার সরকার একাধিক সমবায় সমিতির সাথে জড়িত রয়েছে। সমবায় সমিতির উচ্চ পদস্ত পদে রয়েছেন তিনি।তবে বহুরূপী এই সঞ্জয়ের নাম পরির্বতন করে দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. নামে একটি প্রতিষ্ঠানের সদস্য হওয়ার অভিযোগ উঠেছে। যা ইতোমধ্যে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সঞ্জয় কুমার সরকার তুইতাল গ্রামের রাসু কুমার সরকারের ছেলে।জানা যায়, দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাইজিং সোসাইটি লিমিটেডে নিজের নাম পরিবর্তন করে সঞ্জয় গমেজ নামে সদস্য হন তিনি। সেখানে পিতার নাম দেন রাসু গমেজ। সমিতিতে তার সদস্য নম্বর ১০৭৪১, এ্যাকাউন্ট নম্বর ১২৪৮৬। এভাবে নাম পরির্তন করে অন্য ধর্মের সমিতির সদস্য হওয়ায় সমালোচনায় পড়েছেন তিনি।এ ব্যাপারে জানতে চাইলে সঞ্জয় বলেন, এ অভিযোগ ভিত্তিহীন। তবে সঞ্চয় গমেজ নামের ওই লোকটি আমি নই।