নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেলকে অপসারণ করা হয়েছে। আদালত কর্তৃক দণ্ডিত আসামি হওয়ার সত্ত্বেও তথ্য গোপন করে মিথ্যা হলফনামা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে ভাইস চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করে আজ (৪ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-২) উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদশূন্য ঘোষণা করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে আমরা স্থানীয় সরকার বিভাগ থেকে একটি চিঠি পেয়েছি। পরবর্তী উপ-নির্বাচনের ব্যাপারে মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে অপসারনের প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাবির হোসেন খান (পাভেল) আদালতকর্তৃক দণ্ডিত হওয়ায় এবং হলফনামায় তথ্য গোপন/মিথ্যা তথ্য প্রদানের বিষয়টি বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হওয়ায় উপজেলা পরিষদ আইন-১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত] এর ১৩(২) ধারা এবং উপজেলা পরিষদ সদস্য ও মহিলা সদস্যদের (অপসারণ, অনাস্থা ও পদ-শূন্যতা) বিধিমালা, ২০১৬ মোতাবেক তাকে স্বীয় পদ হতে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।
এব্যাপারে তাবির হোসেন পাভেলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।