নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে উপজেলা পর্যায়ে সামাজিক কর্মসূচি বাস্তবায়নে কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ মে) উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা মোসা. লুৎফুন নাহারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।