নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. উদয় হুসাইনের স্বাক্ষরিত একটি প্যাডে ১৯ সদস্যের নাম ঘোষণা করা হয়।
কমিটিতে সুরুজ আহমেদ বিশালকে আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক হিসেবে মাসুদ রানা, তুহিন মোল্লা, আবু বকর সিদ্দিক আরিফ, আহমেদ নিরব, কাউছার চোকদারের নাম ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম জানান, ছাত্রলীগের কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষে আগামী তিন মাসের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
কমিটির আহ্বায়ক সুরুজ আহমেদ বিশাল জানান, আওয়ামী পরিবারের সন্তান হিসেবে ছাত্রলীগের সকল কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে দলকে আরও শক্তিশালী করার জন্য বিশেষ ভূমিকা পালন করে যাব।
এসময় তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।
এদিকে কমিটি ঘোষণার পর শনিবার (২৭ নভেম্বর) দুপুরে একটি মটরসাইকেল শোভাযাত্রা করেন নবগঠিত আহ্বায়ক কমিটিসহ ছাত্রলীগের সকল সদস্যরা। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ প্রমুখ।