নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে বাংলাদেশ মানবাধিকার কমিশন দোহার শাখার উদ্যোগে করোনাকালীন সংকট ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। জয়পাড়া বেগম আয়শা শপিং কমপ্লেক্সের ২য় তলায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন দোহার শাখার সভাপতি এসপি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি একলাল উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান মজনু, সহ-সভাপতি জামাল উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সুরুজ, সহ-সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী রেজা লিমন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সৈকত হোসেন মজনু, জয়নাল পাহাড়, শিউলি আক্তার, কাজী জাফরসহ আরও অনেকেই।