নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় সাপ্তাহিক প্রিয়বাংলা অফিসে ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর সাংবাদিকরা এসে ভাংচুরের ঘটনাটি সম্পর্কে অবগত হন। জানা যায়, বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে দুষ্কৃতিকারীরা উপজেলার লটাখোলা নতুন বাজারস্থ সাপ্তাহিক প্রিয়বাংলা কার্যালয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা । সংবাদ পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে প্রিয়বাংলার সম্পাদক অমিতাভ পাল অপু জানান, যারাই ঘটনাটি ঘটিয়েছে তাঁরা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি দোহার থানা পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনায় দোহার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিষয়টি নিয়ে দোহার প্রেসক্লাবের সাংবাদিকসহ গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।
এবং বিচার দাবি করেছেন।দোহার থানার ওসি (তদন্ত) কর্মকর্তা মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। শুক্রবার সাপ্তাহিকভাবে অর্ধবেলা অফিস বন্ধ থাকায় সন্ধ্যার পর সাংবাদিকরা অফিসে এসে তাদের অফিসে ভাংচুর দেখতে পায়। তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে