নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া যুব সংঘের উদ্যোগে জে,পি, এল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে জয়পাড়া কলেজ মাঠে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। খেলা উদ্বোধন করেন আনোয়ার শফি চৌধুরী ইভু।
জয়পাড়া যুব সংঘের প্রতিষ্ঠাতা পাপেল মাহমুদ নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আলমাস উদ্দিন, দোহার উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক সজল আশ্রাফ খান, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপাজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, নাট্যকার শেখ সেলিম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, দোহার পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়পাড়া যুব সংঘের সভাপতি হাসান আল মামুন। খেলায় এফসি জয়পাড়া কিংস কে ২-১ গোলে হারিয়ে জয়পাড়া এফসি ফাইটার্স জয়লাভ করে। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।