নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারে চতুর্থদিনের কঠোর লকডাউনে সরকারের নির্দেশনা অমান্য করায় ২৪ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২৪ জনকে ৫ হাজার ৭’শ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
করোনা সংক্রমণরোধে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে ও জনগণকে স্বাস্থবিধি সম্পর্কে সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি কাজ করেছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।