নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় শেখ মফজেল (৪৭) নামে একব্যক্তি মৃত্যুর পাঁচমাস পর আদালতের নির্দেশে লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। শেখ মফজেল দোহার পৌরসভার ইউসূফপুর এলাকার শেখ গহের আলীর ছেলে ছিল।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের উপস্থিতিতে ইউসূফপুর খানবাড়ি কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।
জানা যায়, গত প্রায় ৬ মাস আগে ঐ এলাকার হোসেন সরকার গংদের সাথে বিবাদে আহত হয় শেখ মফজেল। ঘটনার এক মাস পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম বাদী হয়ে ৭জনের নামে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দোহার থানার উপ-পরিদর্শক আলনূর তারেক বুধবার দুপুরে লাশ উত্তোলনের পর জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে দোহার থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়।