নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দোহার-নূরপুর মাঠে খেলাটির উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। তাই এমন আয়োজন প্রশংসনীয়। এসময় তিনি মাঠের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংস্কারের বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর উদয় হুসাইন। আয়োজকরা জানান, পয়েন্ট ভিত্তিক খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় সাদা ও লাল দল অংশ নেয় পরে ১-১ গোলে খেলাটি ড্র হয়।