নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় পুলিশ প্রশাসনের পাশাপাশি ঢাকার দোহার উপজেলায় সেচ্ছাসেবীর ভূমিকায় দায়িত্ব পালন করেছেন উপজেলা রোভার স্কাউটের সদস্যবৃন্দ। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের নির্দেশনায় উপজেলার প্রতিটি পূজা মন্ডপে শৃঙ্খলার দায়িত্ব পালন করতে দেখা যায় দোহার উপজেলা রোভার স্কাউট সদস্যদের।
তাদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের নির্দেশে তারা দোহারের প্রতিটি মন্ডপে দায়িত্ব পালন করেছেন। রোভার স্কাউট সদস্যদের কার্যক্রমে সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
দায়িত্ব পালনকালে কয়েকজন সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তারা খুবই আনন্দের সাথে সামাজিক ঐতিহ্য রক্ষায় সকল ধর্মের প্রতি সহানুভূতিশীলতা বজায় রাখতে ও একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে এ দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছেন।
পদ্মা সরকারি কলেজের শিক্ষক মোল্লা ইমদাদুল হক (চান) এর নেতৃত্বে পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা দোহারের মুকসুদপুর, নারিশা ও সুতারপাড়া ইউনিয়নের প্রতিটি মন্ডপে দায়িত্ব পালন করে।
মোল্লা ইমদাদুল হক বলেন, আমরা বাঙালি, মুসলমান-হিন্দু ভাই ভাই। হিন্দুদের বড় উৎসবে আমরা শৃঙ্খলার দায়িত্ব পালন করতে পেরে ভালো লাগছে। দোহার পৌরসভাসহ বাকি অন্যান্য মণ্ডপে জয়পাড়া কলেজের রোভার স্কাউট সদস্যবৃন্দ দায়িত্ব পালন করে। রোভার স্কাউট সদস্যদের কার্যক্রমে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।