নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে ছেলে আরিফ খন্দকারকে হত্যার প্রায় আট মাস পর মা সালেহা বেগমকে (৭৫) আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১টার দিকে ঘরের বারান্দার একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় সালেহাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। সালেহা জামরিলডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদ খন্দকারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ছেলে আরিফ খন্দকারকে (৪৫) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় মামলা দায়ের হয়। মামলার অধিকাংশ আসামি জামিনে মুক্তি পেয়েছে।
আরিফের স্ত্রী কুলসুম বেগম দাবি করেন, আমার স্বামী হত্যার আসামিরা জামিনে বেরিয়ে এসে শাশুড়ি সালেহা বেগমকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন, বয়োবৃদ্ধ সালেহা বেগমকে আগুনে পুড়িয়ে মারার বিষয়টি স্পর্শকাতর। কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও এ এলাকায় অনেকগুলো মামলা রয়েছে।