কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য একক গৃহ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে কেরানীগঞ্জ উপজেলা অনুরোধটি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ নতুন ঘর পাচ্ছেন।
প্রতিটি পরিবারের অনুকূলে দুই শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর বরাদ্দ প্রদান করা হয়েছে। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা আশ্রায়ন ট্রাস্কফোর্স কমিটি এবং উপজেলা খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সার্বিক তত্ত্বাবধায়নে কেরানীগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা ও প্রকৃত ভূমিহীন এবং তিন পরিবার শুভকে চিহ্নিত করে গৃহ প্রদানপূর্বক পুনর্বাসন করা হয়।
একই প্রকল্পে ইতিপূর্বে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আরও ৫৫ টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও কর্ম পরিকল্পনার মাধ্যমে নির্ধারিত নকশা ও প্রাক্কলনের মাধ্যমে ঘরগুলি নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি গান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্মাণ কাজ তদারকি করেন।
তৃতীয় পর্যায়ে পুনর্বাসিত ১৫ টি পরিবারের অনুকূলে বরাদ্দকৃত সরকারি খাস জমির পরিমান ০.৩০ একর। যার বাজার মূল্য আনুমানিক ১কোটি ৫০ লক্ষ টাকা। তৃতীয় পর্যায়ে প্রতিটি ঘরের অনুকূলে দুই লক্ষ ৫৯ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। সামগ্রিকভাবে প্রতিটি পরিবার প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের সম্পদ প্রধানমন্ত্রীর নিকট থেকে ঈদ উপহার হিসেবে পাবেন। আজ সোমবার সকাল ১১ টায় নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।