আন্তর্জাতিক ডেস্ক : বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করা ঠিক হয়নি। এবারের টোকিও অলিম্পিকে প্রেমিক ব্রোঞ্জ জেতার পরই বোধোদয় হল সাবেক প্রেমিকার। শুধু বোধোদয়ই নয়, আক্ষেপ আর অনুতাপে যেন মাটিতে মিশে যাওয়ার অবস্থা তার!
প্রতি ৪ বছর পরপর বসে অলিম্পিকের ঝমকালো আসর। আর তাই এই বিশ্বমঞ্চ থেকে পদক জেতাটাও বিরাট কৃতিত্বের বিষয়। তবে সাবেক প্রেমিকাকে নতুন করে ফিরে পাওয়াটাও অবশ্যই বিরাট জয়। আর যদি দুটোই একসঙ্গে ঘটে যায়? তাহলে তো সেই বাজিগর! প্রায় এমনটাই ঘটল টোকিও অলিম্পিকে পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলন ইভেন্টে ব্রোঞ্জ পদকজয়ী নিউজিল্যান্ডের অ্যাথলেট হেডেন ওয়াইল্ডের সঙ্গে।ছোটবেলা থেকেই অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখতেন এই কিউই অ্যাথলেট। শৈশবের সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার পরই তার স্কুল জীবনের সাবেক বান্ধবী হায় হায় করে উঠেছেন।নিউজিল্যান্ড থেকে এবারের অলিম্পিকে প্রথম পদক পেয়েছেন হেডেন ওয়াইল্ড। গোটা দেশ যখন ওয়াইল্ডের পদক জয় নিয়ে মাতামাতি করছে, তখনই প্রকাশ্যে আসেন ওয়াইল্ডের সাবেক প্রেমিকা।নিউজিল্যান্ডের বে অব প্লেন্টি রিজিওন-এর একটি রেস্তোরাঁয় বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন ওয়াইল্ডের সাবেক প্রেমিকা। স্থানীয় এক সংবাদমাধ্যম তাকে প্রশ্ন করে কেমন লাগছে দেশের এক যুবকের পদক জয়ে। তখনই প্রকাশ্যে আনেন তিনি পদকজয়ী যুবক ওয়াইল্ডের প্রাক্তন প্রেমিকা।ওয়াইল্ডের ওই জয়ে তিনি খুশি বলেও জানান তিনি। এরপরই তাকে প্রশ্ন করা হয় ওয়াইল্ডকে কি বার্তা পাঠাতে চান। তখন সবাইকে চমকে দিয়ে তরুণী বলেন, ‘ওয়াইল্ডের সঙ্গে ব্রেকআপ করে খুব ভুল করেছি। ওর জন্য আমি গর্বিত।’ তিনি আরও বলেন, ‘আমরা এক সঙ্গে প্রাথমিক স্কুলে গিয়েছি। ওয়াইল্ড হঠাৎ করে এত বড় হয়ে গেল যে বিশ্বাসই হচ্ছে। ওর জন্য সত্যিই গর্ব হচ্ছে।
প্রাক্তন প্রেমিকার গলায় যখন অনুতাপের সুর ঝরে পড়ছে ব্রেকআপ নিয়ে, ওয়াইল্ডকে প্রশ্ন করা হয়েছিল, এই জয়ের পর তিনি কী করতে চান। ওয়াইল্ড কিন্তু পুরনো প্রেমে ফিরে না গিয়ে নতুন প্রেমিকার সঙ্গেই তার আনন্দ ভাগ করে নেওয়ার কথা বলেন।